মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়বেন ২১১১ জন
মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়বেন ২১১১ জন
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, মুক্তিযোদ্ধার তালিকা থেকে দুই হাজার ১১১ জন বাদ পড়বেন।
বুধবার, নিজ মন্ত্রণালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফারুক ই আজম বলেন, মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সের চেয়ে কম বয়সী ২ হাজার ১১১ জন মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ যাবেন। তাদের বয়স মন্ত্রণালয় অনুযায়ী ১২ বছর ৬ মাস নির্ধারিত করা হয়েছে।
তিনি আরও বলেন, “বহু অভিযোগ এসেছে যে, অনেক ব্যক্তি মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সেসব সুবিধা ভোগ করছেন। এটি জাতির সাথে প্রতারণা। আদালতের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। তালিকাগুলোর বিষয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে, তবে আমরা চেষ্টা করব, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান যেন ক্ষুণ্ণ না হয়।”
তিনি জানান, “তবে, তাদের একটি সুযোগ দেওয়া হতে পারে। যদি তারা স্বেচ্ছায় তালিকা থেকে বেরিয়ে যান, তাহলে তারা সাধারণ ক্ষমা পেতে পারেন। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা মোট ১,৯৬,৪৫৪ জন, যার মধ্যে বীরাঙ্গনা ৪৬৪ জন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ৫,৮৯৫ জন, শহীদ বীর মুক্তিযোদ্ধা ৫,৩৩৩ জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ৩৬৮ জন। সব মিলিয়ে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়িয়েছে ২,০৮,০৫০ জন।
এছাড়া, মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্তদের সংখ্যা ৮৯,২৩৫ জন এবং শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা ৫৬০ জন বলে তিনি উল্লেখ করেন।