সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপায়ন দেলোয়ার টাওয়ারের ঈদ র‌্যাফেল ড্র-তে বিজয়ী ১০১ জন, পুরষ্কার ১৫ লাখ টাকা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১২, ২০২৫
news-image

রাসেল সোহেল/হাবিবুর রহমান মুন্না:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লার জনপ্রিয় শপিং মল রূপায়ন দেলোয়ার টাওয়ার শপিং মলে ক্রেতাদের মাঝে কেনাকাটায় উৎসাহ বাড়াতে আয়োজন করা হয় র‌্যাফেল ড্র। ঈদের পূর্বে টোকেন বিতরণ করা হয়।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় র‌্যাফেল ড্র’র জমকালো এই অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন রূপায়ন দেলোয়ার টাওয়ারের মসজিদের ইমাম মো. আব্দুল গাফফার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গোলজার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জামাল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কান্দিরপাড় দোকান কল্যান সমিটির সভাপতি ব্যবসায়ী আব্দুর রহমান, রূপায়ন হাউজিংয়ের হেড অব ফ্যাসিলিটিজ কামাল হোসেন, কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাহিদ চৌধুরী, রূপায়ন হাউজিং এস্টেড লিমিটেডের রবিউল আওয়াল শিপন, মিনহাজ আবেদিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপায়ন দেলোয়ার টাওয়ারের ব্যবসায়ী ও র‌্যাফেল ড্র আয়োজক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এ ছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহাবুবুর রহমান, মো: ইউসুফ, সুমন, জুয়েল, আলমগীর হোসেন, গোলাম ফারুক, এড.কাউছার আলম ভূইয়া, কলিমুল্লাহ, খোরশেদ আলম,রুবেল ঘোষ, শ্যামল দত্ত, সাখাওয়াত হোসেন, বাচ্চু মিয়া, জাহিদ হোসেন, নোমান, মজিবুর রহমান, জয়নাল আবেদীন, মুসা সরকার, মনির হোসেন, জিয়াউর রহমান রাসেল, জামাল হোসেন প্রমুখ।

র‌্যাফেল ড্র-এ প্রথম পুরস্কার ছিল একটি জিক্সার বাইক, দ্বিতীয় পুরস্কার হোন্ডা ব্র্যান্ডের আরেকটি বাইক, তৃতীয় পুরস্কার ছিল স্বর্ণের একটি চেইন এবং চতুর্থ পুরস্কার একটি স্মার্ট ফ্রিজ। মোট ১০১টি পুরস্কার ছিল, যার আর্থিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

মার্কেট কর্তৃপক্ষ অতিথি ও সাধারণ মানুষের সামনে একটি স্বচ্ছ ও আনন্দঘন পরিবেশে র‌্যাফেল ড্র আয়োজন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা জানান, আগামী ঈদুল আযহা উপলক্ষেও একই ধরনের আয়োজন করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

আর পড়তে পারেন