শিশু জুয়েলের হার না মানা সংগ্রাম!

রেলপথে ফেরী করে সিঙ্গারা বিক্রি করা জুয়েল রানা (১০) কে আবিস্কার করলাম কুমিল্লা রেলওয়ে প্লাটফরমে আর.এম.এস (রেলওয়ে মেল সার্ভিস)’র ভ্রাম্যমান ট্রলিতে ক্লান্তি নিয়ে ঘুমন্ত অবস্থায়। একসময় ঘুম ভাঙ্গে ট্রেনের শব্দে। জানতে চাই পরিচয়। এক টানা নাম,ঠিকানা,বাবা-মা,পরিবারের অন্যান্য সদস্য ইত্যাদি আরো কিছু। বাকী ছিল লেখা-পড়া না করে ফেরীওয়ালা শোনার গল্প। এক সময় সেটাও বলে। আর এভাবেই নোয়াখালীর বাসিন্দা, বর্তমানে লাকসামে পরিবার নিয়ে ভাড়া করা বাসায় পরিবার নিয়ে থাকা জুয়েল রানার সাথে জীবন যুদ্ধে হার না মানা গল্পের আদ্যোপান্ত শোনা।
২ ভাই এক বোনের সংসারে পিতা বাচ্চু মিয়া অসুস্থতায় একেবারেই অক্ষম। মা রাশেদা বেগম ঝিয়ের কাজ করেন। নোয়াখালীর রামগতি থেকে ভাগ্যের চাকা ঘুরাতে লাকসাম আসা। সেখান থেকেই লাকসামে বসবাস শুরু। বাবা আগে দিনমজুরের কাজ করলেও এখন সম্পূর্ণ অক্ষম। এ অবস্থায় পরিবার চালাতে বাবা-মা’র অসহায়ত্ব শিশু জুয়েল রানা’র নজর এড়ায়নি। যে বয়সে বই নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই শিশু পরিবারের বোঝা কাধেঁ নিয়ে হার না মানা সংগ্রামে ব্যস্ত। এই গরম সিঙ্গারা…….,সিঙ্গারা লাগবো…..। তার কথায়, প্রতিদিন সকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কুমিল্লা-লাকসাম রেলপথে চলাচলরত আন্তঃনগর, এক্সপ্রেস ট্রেনে করে বিক্রি করেন সিঙ্গারা। লাকসাম জংশন ষ্টেশনের এলাকার একটি হোটেল থেকে ২’শ সিঙ্গারা নিয়ে রাত পর্যন্ত ফেরী করে বিক্রি শেষে তার পারিশ্রমিক মাত্র ২০০’শ টাকা। অর্থাৎ প্রতিটি সিঙ্গারা পিছু এক টাকা করে দিচ্ছে তাকে।
সে জানায়, কোন এক প্রাথমিক বিদ্যালয়ে সে ভর্তি হয়েছিল। আর বর্তমানে ১০ বছরের সেই শিশুটির ৪ বছরই ফেরীওয়ালা হিসেবে ব্যস্ত সময়। অর্থাৎ জীবনের প্র্য়া অর্ধেক সময় তার জীবন যুদ্ধে ব্যয়। সারাদিন ফেরী করা অবস্থায় কখনো দুপুরের খাবার মালিক দেয়,কখনো উপোস থাকে কখনোবা সারাদিনের আয় থেকে সামান্য কিছু রুটি বা অন্যকিছু খেয়ে দুপুরের ক্ষুধা নিবারন করে। কখনো ট্রেন আসতে দেরী হলে প্লাটফরমে ঘুমিয়ে নেয়।
জুয়েল রানা জানান, প্রতিদিন সে যে আয় করে তার পুরোটাই পরিবারে মা’র কাছে দিয়ে দেন। সে আরো জানায়, প্রতিদিনই ভ্রাম্যমান হকার বা ফেরীওয়ালার সংখ্যা বাড়ছে। এতে করে সবার বিক্রি সমান থাকে না। তাইতো মাঝে মাঝে টার্গেটকৃত বিক্রয় সম্ভব হচ্ছে না। ফলে অবিক্রিত সিঙ্গারার বিপরীতে মালিককে ক্ষতিপূরণ দিতে হয় প্রতি পিছ ৪ টাকা করে। তার ইচ্ছে জানতে চাইলে বলে, বড় হয়ে আর ভ্রাম্যমান ফেরী করে মালামাল বিক্রি না করে দোকানে বসেই ব্যবসা করার।