সদর দক্ষিণে ফসলি জমিতে অজ্ঞাত মহিলার পচা গলিত লাশ উদ্ধার

রকিবুল হাসান রকি/সাকিব আল হেলালঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি ফসলি জমি থেকে অজ্ঞাত এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ১১ নং পেরুল দক্ষিন ইউপির পেরুল গ্রামের মাষ্টার ছফি উল্যাহর ফসলি জমি থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে ফসলি জমিতে আনিসুর রহমান নামের এক শ্রমিক কাজ করার জন্য এসে লাশ দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ভুশ্চি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে ভুশ্চি ফাঁড়ির উপ-পরিদর্শক কামাল ও উপ-পরিদর্শক কোমল বাবু সঙ্গীয় ফোর্স নিয়ে এসে লাশ উদ্ধার করে ।
নিহত অজ্ঞাত মহিলার লাশটি এক থেকে দেড় মাস আগের বলে ধারনা করছে পুলিশ ও পত্যক্ষদর্শীরা।
সদর দক্ষিণের ভুশ্চি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আদিল মাহমুদ জানান, মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।