সাবেক এমপি বাহারের ভাতিজাসহ গ্রেপ্তার ২
সাবেক এমপি বাহারের ভাতিজাসহ গ্রেপ্তার ২
কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের ভাতিজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) কুমিল্লার ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাবেক এমপি বাহারের ভাতিজা হাবীবুস সায়েরিন সায়ের, যিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। অন্যজন হলেন কুমিল্লা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।
ওসি মহিনুল জানান, আসামিদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।