হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ৫
সুজন দাস, হাজীগঞ্জ ঃ
চাঁপদপুরের হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার বিকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ধেররা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহত শাখাওয়াত হোসেন জানায়, বাকিলা থেকে অটোরিক্সা চালিত সিএনজিতে করে হাজীগঞ্জ আসার পথে বিপরীত দিক থেকে আসা তেলের লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হচ্ছে বাকিলা গ্রামের বশির আহম্মেদের ছেলে শাখাওয়াত হোসেন (২৫), একই গ্রামের আবুল বাশারের মেয়ে মুহা (২), সিএনজি ট্রাইভার মকিমাবাদ গ্রামের রৌশন আলীর ছেলে মিজান (৪০), বাকিলা গ্রামের আবুল বাশারের মেয়ে তানিয়া আক্তার (২২), একই গ্রামের বশির আহম্মেদের মেয়ে সানজিদা আক্তার (৮)। আহতদের প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংঙ্কাজনক।