শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হোমনার দুলালপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৪, ২০২৫
news-image

হোমনার দুলালপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা:

সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লার হোমনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ই জানুয়ারি) বিকাল ৪ টার দিকে দুলালপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দুলালপুর বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সার্বিক ব্যবস্থাপনায় কৃষক সমাবেশে উপস্থিত কৃষকদের মাঝে গামছা ও ক্যাপ বিতরণ করা হয়।

এতে দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দুলালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ হারুন অর রশীদ।

দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় উদ্ধোধক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা কৃষকদলের সহ-সভাপতি হাজী আব্দুল হালিম ব্যাপারী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দির নজু, কুমিল্লা (উঃ) জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ স্বপন মিয়া, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল প্রধান, যুগ্ম আহবায়ক শাহ জালাল প্রধান, দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি আব্দুল্লাহ প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সাত্তার প্রমুখ।

এসময় আরো উপস্থিত, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আউয়াল, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোঃ ইসমাইল ভূইয়া, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ লোকমান। দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম, , ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, যুগ্ম আহবায়ক মোঃ অলী ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাহ জালাল প্রধান ও কৃষক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ প্রধান।

এ সময় বক্তারা বলেন, কৃষক বাচলে, বাচবে দেশ, আমাদের এ সোনার বাংলাদেশ। কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে হবে। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে। এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।

আর পড়তে পারেন