শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আফ্রিদির নৈপুণ্যে কুমিল্লার সামনে ছোট লক্ষ্য

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১১, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেস্কঃ
শহিদ আফ্রিদির দারুণ বোলিংয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ছোট লক্ষ্য পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টপ অর্ডারে লড়াই করলেন কেবল রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিডল অর্ডারে একটু প্রতিরোধ জাকির হাসান। শেষটায় দলকে তিন অঙ্কে নিলেন ইসুরু উদানা।

বিপিএলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে ৭ বল বাকি থাকতে ১২৪ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা।

টস হেরে ব্যাট করতে নামা রাজশাহী ২০ রানের মধ্যে হারায় মুমিনুল হক ও সৌম্য সরকারকে। মোহাম্মদ হাফিজকে নিয়ে ৩৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ওপেনিংয়ে নামা মিরাজ। দলীয় ৫৩ রানে তাদের সঙ্গে লরি ইভান্স ফিরে গেলে বিপদে পড়ে রাজশাহী।

দ্রুত ফিরেন ফজলে মাহমুদ রাব্বি ও কায়েস আহমেদ। ৬৩ রানে ৭ উইকেট হারানো দলটিকে একশ রানের কাছে নিয়ে যান জাকির ও উদানা। কিপার ব্যাটসম্যান জাকিরের বিদায়ের পর দলকে ১২৪ পর্যন্ত নিয়ে যান উদানা।

নয় নম্বরে নামা এই লঙ্কান ক্রিকেটারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। তার ৩০ বলের ইনিংস গড়া ৫টি চার ও একটি ছক্কায়।

লেগ স্পিনার শহিদ আফ্রিদি ৩ উইকেট নেন ১০ রানে। দুটি করে উইকেট নেন লিয়াম ডসন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আবু হায়দার।

রাজশাহী কিংস: ১৮.৫ ওভারে ১২৪ (মুমিনুল ৩, মিরাজ ৩০, সৌম্য ০, হাফিজ ১৬, জাকির ২৭, ইভান্স ০, মাহমুদ ৩, কায়েস ০, উদানা ৩২, সানি ৪, মুস্তাফিজ ১*; আবু হায়দার ২.৫-০-৩৭-২, মেহেদি ৪-০-২২-০, সাইফ ৩-০-২৫-২, শহীদ ১-০-১২-০, ডসন ৪-০-১৭-২, আফ্রিদি ৪-১-১০-৩)

আর পড়তে পারেন