সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মীবান্ধব, মাঠের সক্রিয় রাজনীতিবিদরা কমিটিতে জায়গা পায়নি: আয়েশা জামান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিবাচক-নেতিবাচক সমালোচনার ঝড় চলছে। বিশেষ করে নেতিবাচক সমালোচনাই বেশি হচ্ছে। ঘোষিত কমিটিতে রাজনীতির মাঠে সক্রিয় ও ত্যাগি নেতাদের মূল্যায়ণ-অবমূল্যায়ণ নিয়ে কথা বলেছেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আয়েশা জামান।

আয়েশা জামান বলেন, সত্যিকার অর্থে এ কমিটি থেকে অনেকে বাদ পড়ে গেছেন,  যাদেরকে তুলে নিয়ে আসার দরকার ছিল । যারা কর্মীবান্ধব নেতা ,যাদের কর্মী আছে, নেত্রী আছে তাদের অনেকেরই এ কমিটিতে স্থান দেওয়া হয়নি। যারা পুরাতন আছে তারা আছে ,তাদের মধ্যে অনেকের বিরুদ্বে মাদকের সাথে জড়িত থাকার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গোয়েন্দা রিপোর্ট আছে,  বিভিন্ন ধরনের রিপোর্ট আছে ,তাদেরকেও মূল কমিটিতে রাখা হয়েছে। যারা বিগত দিনে নৌকার বিরুদ্বে সরাসরি মাঠে কাজ করছে, নির্বাচন করেছে, তাদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এখন আমি বলবো- যাদের মূলত কর্মী আছে বা যারা কর্মী বান্ধব এবং আগামী নির্বাচনকে সামনে রেখে যারা কাজ করবে, যারা মাঠে থাকবে তাদেরকেই মূলত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে ।

এদিকে দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকার পরেও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের কমিটিতে স্থান না পাওয়ার বিষয়ে আয়েশা জামান বলেন,  আমাকে কেন মূল্যায়ন করা হয় নাই এটা  দলের নীতিনির্ধারকরাই ভাল জানেন।  আমি বলেছিলাম আমাকে জেলা কমিটিতে রাখার জন্য । সামনে জাতীয় নির্বাচনে মাঠে থেকে ভালো ভাবে কাজ করা যাবে । মাঠে যদি সক্রিয়ভাবে থাকতে হয় তাহলে মাঠের সাথে ভালো একটা সম্পর্ক থাকতে হয় । মূল্যায়ন কেন করে নাই এঁটা তো আপনারাই ভালভাবে বুঝতে পারছেন । এখানে নতুন করে বলার তো আর কিছু নাই ,আর আমি রাজনীতি তো আজকে করি না । আমি আওয়ামীলীগ পরিবার থেকে ওঠে আসা সন্তান। আমার পুরো পরিবার আওয়ামীলীগ ঘরানার, আমার পরিবার আওয়ামীলীগ এর  অর্থ যোগানদাতা, দূর্দিনের বন্ধু । তারপরও আমাকে কেন মূল্যায়ন করা হয়নি তা তো আমি জানি না । কমিটিতে থাকার জন্য টাকা দেইনি,  নাকি এইজন্যই মূল্যায়ন করা হয় নাই, বুঝতে পারছিনা । যেভাবে আমাদের সাধারণ সম্পাদক বলতেছেন রাজনীতি করতে টাকা লাগে কিন্তু আমরা তো মাঠে এতো পরিমাণ শ্রম দিয়েছি ,মাঠে কর্মীদের সাথে আমাদের এতো বেশি সম্পর্ক, সেখান থেকে আমাদেরকে আবার অতিরিক্ত টাকা দিয়ে পদ-পদবী আনতে হবে সেটা তো আর জানা নাই। এখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন ,সাবেক রেলপথ মন্ত্রী আছেন , ওনারা আমার নামটা প্রস্তাব দিয়েছে কিনা বা কুমিল্লা থেকে লোকালী দিলে কেন্দ্র সেটা না রাখার কতটুকু এখতিয়ার রাখে আমার প্রশ্ন এখানে। কেন্দ্র থেকে বহিরাগত কারো নাম যুক্ত করে দিতে কতটুকু এখতিয়ার রাখে। চাইলেই তৃণমূল থেকে কারো নাম বাদ দিয়ে দিবো এবং তাদের মন মতো নাম দিয়ে দিবে ,তাদের ব্যক্তিগত পছন্দের নাম রাখবে , এসব বিষয় গুলো সেনসেটিভ। আমি আওয়ামীলীগ করি, কিভাবে আওয়ামীলীগ উন্নয়ন করবে কিভাবে দল আগামীতে ক্ষমতায় আসবে সেটাই চাই আমরা । আমার মূল ইচ্ছা ছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দল করার। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, দেশের উন্নয়নের স্বার্থে কাজ করা । কিন্তু তারা কেন মূল্যায়ন করেন নাই এখন তারাই ভালো বুঝেন।

আর পড়তে পারেন