শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে চাঁদপুরে দর্শনার্থীদের ভীড়

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

করোনা উপেক্ষা করে চাঁদপুরে দর্শনার্থীদের ভিড়
করোনা সংক্রমণ উপেক্ষা করে চাঁদপুর বড় স্টেশন মোলহেডের ত্রি-নদীর মোহনায় ঈদের আনন্দে মেতে ওঠেছে মানুষ। ঈদুল আজহার দ্বিতীয় দিনে এখানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কারো মাঝেই ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের পর্যটনকেন্দ্র তিন নদীর মিলনস্থল মোলহেডে হাজার হাজার মানুষ পরিবার নিয়ে ঘুরতে আসে। মানুষের উপস্থিতিতে সেখানে সৃষ্টি হয় মিলন মেলার। এ সময় বেশিরভাগ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো প্রবণতা ছিল না।

ফরিদগঞ্জ থেকে আসা রাকিব-আসমা দম্পতি বলেন, ‘কালকে থেকে আবার বের হতে পারব কিনা জানি না, তাই আজকে একটু ঘুরতে বের হলাম।’

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ জানান, সকাল থেকেই জনসমাগম রোধে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু ঈদ উপলক্ষে দর্শনার্থীর উপস্থিতি ছিল একটু বেশি। অন্তত চারবার অভিযান পরিচালিত হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ সদস্যরা সকাল থেকেই কঠোর অবস্থানে থাকবে বলে জানান পুলিশ সুপার।

আর পড়তে পারেন