বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীতে বাংলাদেশী যুদ্ধজাহাজ প্রত্যাশা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০২২
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হয়েছে দোহা আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনী এবং সম্মেলন ‘ডিমডেক্স – ২০২২।

এতে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ‘প্রত্যাশা’ কাতার হামাদ পোর্টে এসে পৌঁছায়। ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত তিন দিন এই সামরিক প্রদর্শনীতে বিশ্বের আরো অন্যান্য দেশের যুদ্ধজাহাজ অংশ গ্রহণ করেন।

এছাড়া কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে যাওয়া সপ্তম ‘ডিমডেক্স’ বিশেষ এই সামরিক সম্মেলন উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিকী এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

এছাড়াও আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

আর পড়তে পারেন