রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০২২
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।

সংগঠনের সভাপতি এস এম ফরিদুল হকের সভাপতিত্বে, মীর মোশাররফ হোসেন নয়ন ও নুর নবির সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও সহীদদের স্বরণে বিশেষ দোয়ার মাধ্যমে সভা শুরু হয়।

স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের কান্ট্রি মেন্যাজার মোহাম্মদ ইলিয়াস, প্রধান উপদেষ্টা বোরহান উদ্দিন সরিফ, আওয়ামিলীগে কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, সহ সভাপতি শহিদউল্লা হায়দার, পরিষদের উপদেষ্টা কফিল উদ্দিন, ইঞ্জিনিয়ার অঞ্জন দাস, মোজাম্মেল হক, নুরুল আবছার বাবুল, বোরহান উদ্দিন মোল্লা, মাহাবুবুর রহমান বাবু, খায়রুল বাশার, মোহাম্মদ আব্দুল আহাদ, আতিকুল মাওলা মিঠু, ছালে মোহাম্মদ নুরু নবি, আক্তার হোসেনসহ আরও অনেকে।

বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষার সঠিক ইতিহাস বিশ্বব্যাপী তুলে ধরার মাধ্যমে বাংলাদেশকে মর্যাদার আশনে অধিষ্ঠিত করতে যার যার অবস্থান থেকে চেষ্টা করার আহ্বান জানান। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কাতার বাংলা প্রেক্লাবের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকন, সম্পাদক কাজী মোঃ শামিম ও সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ্‌ সজিব এবং অন্যান্য সংবাদকর্মীরা। সভাপতির সমাপনি বক্তব্য, জাতীয় সঙ্গীত অতপর নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

আর পড়তে পারেন