বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতার, যুক্তরাষ্ট্র ও তুরস্ক যৌথ সামরিক মহড়া

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে কাতার। কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়া বলেছেন, আমরা সহযোগী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্ক পুরাতন । কাতারকে অবরুদ্ধ করেছে এমন রাষ্ট্রগুলো ভুলে গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটগুলো সবসময় ‘অফিসিয়াল’ নয়। রাশিয়া টুডে’র কাছে দেওয়া এক সাক্ষাতকারে কাতারের প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন।

কাতারের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেন, ওয়াশিংটন তার দেশে মার্কিন ঘাঁটির বিকল্প খুঁজছে না। দোহা ও ওয়াশিংটনের মধ্যে অস্ত্র ক্রয়-বিক্রয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং ২০১৪ সালে তা নতুন করে কংগ্রেস অনুমোদন দিয়েছে। কাতারের বিরুদ্ধে সম্পর্কচ্ছেদকে তিনি পশ্চাৎ দিক থেকে ছুরিকাঘাত বলে অভিহিত করেন।

এই তিন দেশের যৌথ সামরিক মহড়ায় মেরিন আর্টিলারি ছাড়াও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অভিযান অন্তর্ভুক্ত থাকছে।

আর পড়তে পারেন