শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লাজুড়ে ডিবির অভিযান: ১৪০০ পিস ইয়াবাসহ ৫ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৭, ২০২৩
news-image

 

সালাহউদ্দিন সোহেল:

জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একাধিক টিম কুমিল্লা জেলায় বিভিন্ন স্থানে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার  ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে আটক করেছে।

২৬ জুলাই রাত পৌণে ১ টায়  নগরীর কাটাবিল এর হাউজিং এস্টেট টু সুজানগর গামী রোডের জনৈক মমতাজ মিয়ার দোকানের সামনে হতে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করে।

মাদক ব্যবসায়ীরা হলেন,  কুমিল্লা নগরীর  কাশারীপট্টি এলাকার তোফায়েল আহমেদ কাউছারের  ছেলে রাসেল আহমেদ জয় (২৭), জগন্নাথপুর ইউনিয়নের  তৈতয়ারা গ্রামের  কাজী গিয়াস উদ্দিনের ছেলে  মোঃ কাজী সজল (৩০) ও একই এলাকার  মকবুল হোসেনের ছেলে  মোঃ ইউসুফ আলী (৩৩) ।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপর একটি অভিযানে গত ২৬ জুলাই রাত ১২ টায়  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউপির সোয়াগাজী সাকিনস্থ রাহাত সিএনজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে বিসমিল্লাহ টায়ার সেন্টার এর সামনে হতে তল্লাশি করে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন সদর দক্ষিণ উপজেলার ফিরিঙ্গীর হাট (মধ্য পাড়া)  এলাকার  মৃত. মোহাম্মদ আলীর ছেলে  মোঃ ছেরু মিয়া (৫৫) ও দড়িবটগ্রামের অহিদ মিয়ার  ছেলে  মোঃ মোহন মিয়া (২৯)।

এ ঘটনায়  সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন