শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার আমড়াতলীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ৩, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১২, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমড়াতলীতে একইদিনে ২ বসতঘরে ডাকাতির ঘটনায় আরও ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও নগদ ৮৫ হাজার টাকা ও ২ ভরি ২ ভরি ১৪ আনা ৫ রতি ওজনের স্বর্ণের বিভিন্ন অলংকার জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১১ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদরের বিশ্বরোড এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন,  কুমিল্লা বুড়িচংয়ের মৃত আইয়ুব আলীর ছেলে বাবুল কসাই (৩৮) এবং জয়নাল আবেদীনের ছেলে মোঃ মোসলেহ উদ্দিন। তাদের থেকে নগদ ৭৫ হাজার টাকা ও ২ ভরি ১৪ আনা ৫ রতি ওজনের স্বর্ণের বিভিন্ন অলংকার জব্দ করা হয়।

তাদের দেওয়া তথ্যমতে নারায়নগঞ্জের বন্দর উপজেলার রুপালী আবাসিক এলাকা থেকে মোঃ মহিউদ্দিন (২৩) আরেকজনকে গ্রেফতার করা হয়। সে কুমিল্লার বরুড়ার মোঃ আব্দুল মবিনের ছেলে । তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখিত, ডাকাতির ঘটনায় পূর্বেও আরও ৫ ডাকাতকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন