বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হোসনেয়ারা বেগম (৪৫) নামের একজন গৃহবধূর মৃত্যু হয়।

শনিবার (২৫ জুলাই) বিকাল পৌনে ৩টায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হোসনেয়ারা বেগম চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব বেলাশ্বর গ্রামের মো. রফিকুল ইসলাম এর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাউন্ডারি ওয়াল ঘেঁষে একটি বিদ্যুতের লাইন নিয়ে হোসনেয়ারা বিদ্যুৎ ব্যবহার করতেন। শনিবার সকালে ওই ওয়াল সংলগ্ন ময়লা আবর্জনা পরিষ্কার করতে যান তিনি। এসময় দা দিয়ে কিছু লতা-পাতা কাটছিলেন তিনি। দুপুর পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাউন্ডারি সংলগ্ন স্থানে তাকে অজ্ঞান অবস্থায় পরে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক এসময় তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুতের তারে হোসনেয়ারার দায়ের কুপ লেগেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

আর পড়তে পারেন