বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১২, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম-সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া উপজেলার ঢালুয়া ইউনিয়নের ছোট বেরলা গ্রামের সৌদি আরব প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে। সে ঢালুয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুমাইয়া তার ছোট দুই বোনকে নিয়ে বাড়ি থেকে হাসানপুর রেলস্টেশন এলাকায় অবৈধ রেল ক্রসিং দিয়ে ঢালুয়া ফাজিল মাদ্রাসায় যাচ্ছিলেন। এসময় তার ছোট দুই বোন রেল ক্রসিং পার হলেও সুমাইয়া রেল ক্রসিং পার হওয়ার সময় চট্রগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনকে একাধিকবার কল দিলেও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আর পড়তে পারেন