রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বুড়িচংয়ে গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৬, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজেরেএকদিন পর এক কিলোমিটার দূরে ভেসে উঠেছে এক নারীর মরদেহ।

শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বাজেবাহেরচর এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

মৃত নারীর নাম হালিমা বেগম (৬৫)। তিনি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত সেকান্দর আলীর মেয়ে। তার স্বামীর নাম দুলু মিয়া।

নিহতের ছোট ভাই বাবুল মিয়া জানান, শুক্রবার সকাল ১০টায় তার বড় বোন বাড়ির পূর্ব পাশে কিং বাজেহুরা এলাকায় গোমতী নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে নদীতে ডুবে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি পরিবারের সদস্যরা। পরে বিকেলে চাঁদপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ শনিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাজেবাহেরচর এলাকায় মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন