বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার মনোহরগঞ্জে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই-বোনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মনোহরগঞ্জে আম পাড়তে গিয়ে ভবনের ছাদে বিদ্যুতের তারের স্পর্শে নাজমুল হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুকে বাঁচাতে গিয়ে তার মা ও রিয়াম (১০) নামে আরেক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন।

এদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে রিয়াম নামের শিশুটিও মারা যায় বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কাঁন্দী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশুরা হলো- কাঁন্দী গ্রামের হতদরিদ্র মাসুদ আলমের ছেলে নাজমুল হাসান ও একই গ্রামের রিপন মিয়ার মেয়ে রিয়াম (১০)।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এসআই ডালিম কুমার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাজমুল হাসান নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছি।অপর তিনজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে, রিয়াম নামে ১০ বছরের আরেক শিশুকে ঢাকা নেওয়ার পথে মারা গেছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

আর পড়তে পারেন