শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার শিশু পরিবারে শীতকালীন পিঠা উৎসব ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৫, ২০২০
news-image

নাছরিন আক্তার হীরাঃ
কুমিল্লা নগরীর সংরাইশ শিশু পরিবারে অনুষ্ঠিত হল শীতকালীন পিঠা উৎসব ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার রাতে সামাজিক সংগঠন দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা’র উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ উপ-সচিব ড. মোঃ আতিকুল ইসলাম।

দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ শিপন মিয়া, কুমিল্লা মেডিক্যাল কলেজের সহযোগি অধ্যাপক ডা. আমিনুল ইসলাম, ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রির পরিচালক শাখাওয়াত হোসেন মামুন, মনোহরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান ।

এসময় দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংরাইশ সরকারী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শরফুন নাহার মনি, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদ, বাংলা টিভির প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার শাহ ইমরান, সিনিয়র ডেস্ক ইনচার্জ তানজীনা রুমকি, স্টাফ রিপোর্টার মহিউদ্দিন ভূইয়া, দৈনিক আজকের কুমিল্লার কান্ট্রি এডিটর নাছরিন আক্তার হীরা, এডমিন বিএম মহিউদ্দিন মন্টি ও বর্ষা, দৈনিক কুমিল্লার আলোর নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমন, আরটিভির ক্যামেরাপার্সন সালাউদ্দিন সুমন, অননিউজটোয়েন্টি ফোরের ডেস্ক ইনচার্জ জহিরুল হক বাবু, মাইটিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি জসীম উদ্দিন চৌধুরীসহ আরো অনেকে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন সংগীত শিল্পী রাসেল, লিউসা ও স্মৃতি এবং কুমিল্লা শিশু পরিবারের তাইবা নূর ও কর্মকর্তা ওয়াহিদা আক্তার ।

মিউজিশিয়ানদের মধ্যে গিটারে ছিলেন রাব্বি, প্যাডে ছিলেন দিপু, কিবোর্ডে ছিলেন রাজু ও বেইজ গিটারে ছিলেন কিশোর।

আর পড়তে পারেন