রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সব থানার ওসির ফোন নম্বর

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৯, ২০১৯
news-image

 

 

অনলাইন ডেস্ক ঃ

হঠাৎ কোনো বিপদে পড়েছেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করা দরকার, কিন্তু ফোন নম্বর পাচ্ছেন না। এমন সমস্যায় না পড়তে প্রয়োজনীয় কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফোন নম্বর নিজের মোবাইল ফোনে সেভ করে রাখতে পারেন।

 

নিজে বা আত্মীয়-স্বজন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে সরাসরি ওসির সাহেবের সঙ্গে কথা বলুন। সবাই যাতে দেশের সব থানার কর্মকর্তাদের ফোন নম্বর পেতে পারেন সেজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও বিশেষ অ্যাপ আছে। অ্যাপ স্টোর থেকে সেটিও ডাউনলোড করে রাখতে পারেন।

 

শুধু বিপদে পড়লে নয়, কোন দুর্ঘটনা, অপমৃত্যু, আগুন, অপরাধ সংঘটনের প্রস্তুতি, অপরাধীদের অবস্থান, মাদকদ্রব্য, অবৈধ আগ্নেযাস্ত্র সম্পর্কে তথ্যও জানাতে পারেন এই নম্বরগুলো ব্যবহার করে।

 

 

১। ওসি কোতয়ালী কুমিল্লা- ০১৭১৩৩৭৩৬৮৫

২। ওসি চৌদ্দগ্রাম- ০১৭১৩৩৭৩৬৮৬

৩। ওসি দেবীদ্দার- ০১৭১৩৩৭৩৬৮৭

৪। ওসি হোমনা- ০১৭১৩৩৭৩৬৮৮

৫। ওসি লাকসাম- ০১৭১৩৩৭৩৬৮৯

৬। ওসি দাউদকান্দি- ০১৭১৩৩৭৩৬৯০

৭। ওসি বুড়িচং- ০১৭১৩৩৭৩৬৯১

৮। ওসি চান্দিনা- ০১৭১৩৩৭৩৬৯২

৯। ওসি বরুরা- ০১৭১৩৩৭৩৬৯৩

১০। ওসি লাঙ্গলকোট- ০১৭১৩৩৭৩৬৯৪

১১। ওসি মুরাদনগর- ০১৭১৩৩৭৩৬৯৫

১২। ওসি ব্রাক্ষ্মনপাড়া- ০১৭১৩৩৭৩৬৯৬

১৩। ওসি মেঘনা- ০১৭১৩৩৭৩৬৯৭

১৪। ওসি মনোহরগঞ্জ- ০১৭১৩৩৭৩৬৯৮

১৫। ওসি তিতাস- ০১৭১৩৩৭৩৬৯৯

১৬। ওসি সদর দক্ষিন কুমিল্লা- ০১৭১৩৩৭৩৭০০

 

আর পড়তে পারেন