বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুমিল্লা বিএসটিআইয়ের অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২১, ২০১৯
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ

সরকার ঘোষিত ১৯৪টি বাধ্যতামূলক পণ্যের মান সংশ্লিষ্ট বিডিএস তথা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এর মান অনুযায়ী পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই শাখা অফিস কুমিল্লা এর উদ্যোগে কুমিল্লা জেলার আদর্শ সদর, বুড়িচং ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় গত ১৯/০২/১৯খ্রিঃ তারিখে ০১ (এক) টি অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনা কালে আদর্শ সদর, বুড়িচং ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় গুণগত মান যাচাই ও বিএসটিআই’র সিএম লাইসেন্স বিহীন কেক, বিস্কুট, পাউরুটি, চানাচুর, ফার্মান্টেট মিল্ক (দই), এয়ার কন্ডিশনারস, ড্রিংকিং ওয়াটার, পোলট্রি ও ফিস ফিড পণ্য বিক্রয় বিতরণ অব্যাহত রাখার কারণে মেসার্স কফি হাউজ সুইটস এন্ড বেকারী, ময়নামতি সুপার মার্কেট, ক্যান্টনমেন্ট, আদর্শ সদর, কুমিল্লা, মাতৃভান্ডার সুইটস লিমিটেড, কালাকচুয়া, বুড়িচং, কুমিল্লা, মেসার্স হোটেল নূর মহল রেষ্টুরেন্ট, ডুবাইয়েরচর, সৈয়দপুর বাজার সংলগ্ন (ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে), বুড়িচং, কুমিল্লা, আগতা ফিড মিলস লিমিটেড, কোরপাই, বুড়িচং, কুমিল্লা, এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্লট নং: ৬৬১৩, কোরপাই, বুড়িচং, কুমিল্লা, মেসার্স দুলাল বেকারী এন্ড কনফেকশনারী, বায়তুল আমান মসজিদ সংলগ্ন, দাউদকান্দি পৌরসভা, দাউদকান্দি, কুমিল্লা, মেসার্স ব্রাদার্স ফুড এন্ড বেভারেজ, চাঁন্দগাঁও, শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা নামীয় ০৭ (সাত)টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত, কুমিল্লায় “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮” এর ২১ ধারা লঙ্ঘনের দায়ে ২৯ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়াও মেসার্স আকাশ ড্রিংকিং ওয়াটার, ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা এর স্বত্বাধিকারী আবির হোসান, পিতা: মোঃ আলাউদ্দিন, মাতা: হালিমা বেগম, ইতোঃপূর্বেও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালত নং ০৩ এ সিআর মামলা নং ২৯৩/১৭ এর মাধ্যমে মান সনদ গ্রহন বিহীন ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয় বিতরণ বাণিজ্যিক বিজ্ঞাপন অব্যাহত রেখে দন্ডিত হওয়ায় ও উক্ত অভিযান পরিচালনাকালে একই অপরাধ তথা “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮” এর ২১ ধারা লংঘনের দায়ে বিচারের ধারা ৩২ মোতাবেক বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত, কুমিল্লায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

এছাড়া ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় মেসার্স শাহজালাল ফুড প্রোডাক্টস, নিশ্চিন্তপুর (নিচের বাজার), ক্যান্টনমেন্ট, আদর্শ সদর, কুমিল্লা, মের্সাস আগতা ফিড মিলস লি:, কোরপাই, বুড়িচং, কুমিল্লা, মের্সাস শান্তা স্টোর, দাউদকান্দি চাউল বাজার, দাউদকান্দি পৌরসভা, কুমিল্লা, মের্সাস সালাউদ্দিন স্টোর, দাউদকান্দি চাউল বাজার, দাউদকান্দি পৌরসভা, কুমিল্লা, মের্সাস দুলাল বেকারী এন্ড কনফেকশনারী, দাউদকান্দি বাজার, দাউদকান্দি পৌরসভা, কুমিল্লা মের্সাস মজিবুল হক সাইকেল এন্ড অয়েল স্টোর, শহীদনগর বাজার, সুন্দলপুর রোড,দাউদকান্দি, কুমিল্লা, মের্সাস মা ইলেক্ট্রিক হার্ডওয়্যার এন্ড থাই, শহীদনগর বাজার, সুন্দলপুর রোড,দাউদকান্দি, কুমিল্লা নামীয় ০৭ (সাত)টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

আর পড়তে পারেন