শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ২৫ টাকার ওষুধ ৫০০ টাকায় বিক্রি!

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৮, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৫ টাকার ওষুধ ৫০০ টাকায় বিক্রির দায়ে জেনেসা ফার্মেসির মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই জরিমানা করেন।

সূত্র মতে, মো. মোক্তার আহম্মদ নামের একজন ভোক্তা গতমাসে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। জেলার চৌদ্দগ্রাম বাজারের জেনেসা ফার্মেসি পপুলার ফার্মার ২৫ টাকা মূল্যের একটি ইপিডিন (৫এমএল) ইনজেকশন তার কাছে বিক্রয় করে ৫০০ টাকায়। তিনি পুরো ঘটনা তার ফোনে ভিডিও করেন এবং অভিযোগের সাথে তা সরবরাহ করেন।

পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত ফার্মেসির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। অভিযোগকারী মো. মোক্তার আহম্মদ চৌধুরী ওই জরিমানার ২৫শতাংশ হিসাবে ১২,৫০০ টাকা পান।

আর পড়তে পারেন