শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আল্লাহর ৯৯টি নাম খচিত দৃষ্টিনন্দন ফলক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৭, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে আল্লাহর ৯৯টি পবিত্র নাম সমূহ খচিত আসমাউল হুসনা নামের মিনারের ফলক উম্মোচন করা হয়েছে।

কিন্তু অনেকেই তা জানে না যে শুধু মুন্সীগঞ্জে নয় আল্লাহর ৯৯ টি গুণবাচক নাম ও পবিত্র কালিমা খচিত চমৎকার ফলক রয়েছে কুমিল্লা মহানগরের আদালত মোড়ে।

মুন্সীগঞ্জে আসমাউল হুসনা নামের মিনারের ফলক উম্মোচন করা হয় শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯।

কিন্তু মুন্সীগঞ্জের আসমাউল হুসনা নামের মিনারের ফলক উম্মোচন করার প্রায় ২ বছর আগে অর্থাৎ ৯ জানুয়ারি ২০১৭ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র জনাব মনিরুল হক সাক্কু ফলকটি উম্মোচন করেন।

তাই বলা যায় বাংলাদেশের সর্বপ্রথম আল্লাহর ৯৯টি গুণবাচক নাম ও পবিত্র কালিমা খচিত ফলক স্থাপিত হয় কুমিল্লা মহানগরের আদালত মোড়ে। সে ক্ষেত্রে দেশের ২য় আল্লাহ নামের ফলক টি মুন্সীগঞ্জে।

বিস্তারিত জানতে চাইলে এই ফলকটির ড্রয়িং, ডিজাইন এবং শিল্পি ইঞ্জিনিয়ার ও ইস্পাহানি স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: শাহিন জানান, কুমিল্লায় আল্লাহর ৯৯টি গুণবাচক নাম ও পবিত্র কালিমা খচিত ফলকটির উচ্চতা ভূমি থেকে ১৬ ফিট , ব্যাস ১০ ফিট।

৩ টি স্তম্ভের মাঝখানে আল্লাহর ৯৯টি গুণবাচক নাম অর্থ সহ লিখা আছে এবং সর্বোচ্চে আল্লাহু লিখা এবং এর ভিতরে ৬টি আরবি ক্যালিওগ্রাফি ট্যারা কোঠা সমৃদ্ধ পানির ঝর্না রয়েছে। এটির সার্বিক তত্বাবধানে ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন।

আর পড়তে পারেন