শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় রেজিষ্ট্রি বিহীন বাল্য বিয়ের সংখ্যা বাড়ছে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লায় ঈদুল ফিতরের পর থেকে রেজিষ্ট্রীবিহীন বাল্যবিয়ের সংখ্যা বেড়েই চলেছে। এক সপ্তাহে ৫০টির অধিক বিয়ে হয়েছে। এদের বয়স বর-১৫ থেকে ১৮ এবং কনে-১৩ থেকে ১৫ বছর। এতে মেয়ে এবং তার পরিবারের ঝুকি থেকেই যাচেছ। ভবিষ্যৎ নিয়ে তাদের শংকা রয়েছে। রাষ্ট্রীয় আইন অনেকেই মানছেননা। বিবাহ রেজিষ্টার (কাজি) সুত্রে জানা গেছে, ঈদের পর থেকে কুমিল্লায় অর্ধশত বিয়ে হয়েছে। তার মধ্যে অধিকাংশ বর-কনে অপ্রাপ্ত বয়স্ক। যার কারনে কাজি বিয়ে রেজিষ্ট্রী করেননি। কিন্তু বর-কনের পরিবার রেজিষ্ট্রী ছাড়াই মৌলভী দিয়ে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে পড়ান। এসব বিয়ে নিন্ম ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের মধ্যে বেশী হচেছ। কিছু দিন অতিবাহিত হলে এসব বিয়ে নিয়ে দেখা দেয় বিভিন্ন সমস্যা। ঘটে বিয়ে বিচেছদ। উভয় বিপদের সন্মুখিন হন। ঈদের পর থেকে রেজিষ্ট্রীবিহীন বাল্যবিয়ের সংখ্যা বেড়েই চলেছে। রাষ্ট্রীয় আইনে বর-কনের বিয়ের বয়স না হওয়ায় কাজিরা বিয়ে রেজিষ্ট্রী করেননা। আবার অনেকে বয়স প্রমানের জন্য যে সব কাগজ নিয়ে আসেন তা অধিকাংশই ভুয়া ও জাল।

আর পড়তে পারেন