শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ২ দিনব্যাপী মোজো পিঠা উৎসব

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৮, ২০২০
news-image

মাছুম কামালঃ

“নরম শীতে গরম পিঠায়, ফূর্তি হবে জমজমাট” এই শ্লোগানে কুমিল্লার টাউনহল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ২ দিনব্যাপী মোজো পিঠা উৎসব। গতকাল থেকে শুরু হওয়া এই পিঠা উৎসব চলবে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত।

উৎসব উপলক্ষ্যে মেলায় প্রায় ২৫টি স্টলে বিক্রি হচ্ছে নানান রকমের বাহারি সব পিঠা। তারমধ্যে দুধ চিতই, চিতই, মালপোয়া, পোয়া, ডিমপিঠা, পাটিসাপটা, নকশা পিঠা, ভাপা পিঠা ইত্যাদি উল্লেখযোগ্য। স্টলগুলোর মধ্যে শাহী পিঠা ঘর, অশোকতলা পিঠা ঘর, কোটবাড়ি পিঠা ঘর, ভিক্টোরিয়া পিঠা ঘর, পুলিশ লাইন পিঠা ঘরে উপচে পড়া ক্রেতাসমাগম দেখা গেছে।

শুধু পিঠা নয় এ উপলক্ষ্যে মোজোর উদ্যোগে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো মোজো শ্রেষ্ঠ পিঠাখাদক পুরস্কার। এই ইভেন্টে সবচেয়ে বেশী পিঠা খাওয়া মোট ৩ জন বিজয়ীকে শ্রেষ্ঠ পিঠা খাদক পুরস্কার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছে ব্যান্ডদল Inside u, মিলা ও দাগ। পাশাপাশি থাকছে নাগরদোলা – ফান অ্যান্ড গেমসসহ নানান ইভেন্ট।

উৎসব উপলক্ষ্যে দেখার মতো জনসমাগম ছিলো টাউনহল ময়দানে। আয়োজকরা জানিয়েছেন, আজই পিঠা উৎসবের শেষ দিন।

আর পড়তে পারেন