রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা জেলার ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুমিল্লা বিএসটিআইয়ের মামলা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

সরকার ঘোষিত ১৯৪টি বাধ্যতামূলক পণ্যের মান সংশ্লিষ্ট বিডিএস তথা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এর মান অনুযায়ী পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ নিশ্চিত করণের লক্ষ্যে কুমিল্লার আদর্শ সদর, চৌদ্দগ্রাম, বুড়িচং ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুমিল্লা বিএসটিআই শাখা অফিস ২৬ ও ২৭ ফেব্রুয়ারি তিনটি অভিযান পরিচালনা করে ।

উক্ত অভিযান পরিচালনাকালে আদর্শ সদর, বুড়িচং ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় গুণগত মান যাচাই ও বিএসটিআই’র সিএম লাইসেন্স বিহীন কেক, বিস্কুট, পাউরুটি, চানাচুর, ফার্মান্টেট মিল্ক (দই) পণ্য বিক্রয় বিতরণ অব্যাহত রাখার কারণে সদরের ময়নামতির নিশ্চিন্তপুর এলাকার মেসার্স গোল্ডেন বেকারী এন্ড সুইটস, মেসার্স শাহজালাল বেকারী, আলেখারচর এলাকার মেসার্স মায়ামী রিসোর্ট, বুড়িচংয়ের ময়নামতি বাজারের মেসার্স ফুড প্রোডাক্টস, দাউদকান্দির গৌরিপুর বাজারের গোমতী ব্রীজের দক্ষিণ পশ্চিম পার্শ্বে মেসার্স গাজী বেকারী, গৌরিপুর পশ্চিম বাজারের মেসার্স রাজধানী বেকারী, মেসার্স রিত্তিকা সুইটস এন্ড বেকারী, গৌরিপুর সরকারপুর এলাকার মেসার্স মুন্নী ফুড প্রোডাক্টস, স্বল্পা পেন্নাই এলাকার মেসার্স বিপ্লব ফুডস, দাউদকান্দির পশ্চিম দিঘীর পাড় এলাকার মেসার্স আল মদিনা বেকারী নামের ১০ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮” এর ২১ ধারা লঙ্ঘনের দায়ে ২৯ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

এছাড়া ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার মেসার্স মিয়া বাজার ফিলিং স্টেশন, মেসার্স নিউ জনতা ব্রেড এন্ড বিস্কুট নামের ২ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

আর পড়তে পারেন