রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে গণজোয়ার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৮, ২০২৪
news-image

শাহ ইমরান:

আজ ১৬নং ওয়ার্ডের সংরাইশ এবং বাদ মাগরীব ৭নং ওয়ার্ডের গোবিন্দপুর উঠান বৈঠকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কুমিল্লা সিটি উপনির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দিনরাত প্রচার চালিয়ে যাচ্ছেন।

মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন,তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাকে টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিতে অনুরোধ করছেন ভোটারদের। এখন সিটি কপোরেশনে কেউ ডুকতে পারবে না, আপনারা যাকে ভোট দেন আমার তাতে সমস্য নেই। আপনারা দয়া করে ৯ মার্চ ভোট কেন্দ্র যাবেন, বিগত নির্বাচনের মতো আর হবে না, আমি সাককু বেঁচে থাকলে এটা আর হতে দিমু না।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন নগরীর ২৭টি ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি। বিরামহীন প্রচারে নগরের উন্নয়নের স্বার্থে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। শুধু প্রার্থী নয়, তাদের কর্মী-স্বজনরা ও সমর্থকদের প্রচারও এখন তুঙ্গে। সব মিলিয়ে কুমিল্লা সিটি নির্বাচন জমজমাট হয়ে উঠেছে।

আর পড়তে পারেন