শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা স্টেডিয়ামে আর্জেন্টাইন-ব্রাজিলিয়ানের গোলে বসুন্ধরার জয়

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০২১
news-image

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লীগে টানা সপ্তম জয় কুড়ালো শিরোপাধারী বসুন্ধরা কিংস। গতকাল হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে তারা হারায় পরিষ্কার ৩-০ গোলে। শুরুতে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা রবসন দি সিলভা রবিনিয়ো। ব্যবধান দ্বিগুণ করেন আজেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার বেসেরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান কিংসের স্বদেশি তারকা তৌহিদুল আলম সবুজ। টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রয়েছে স্প্যানিয়ার্ড কোচ অস্কার ব্রুসনের দল। অন্যদিকে ব্যর্থতার বৃত্তেই বন্দি মুক্তিযোদ্ধা সংসদ। এটি মুক্তিযোদ্ধা সংসদের টানা চতুর্থ হার।

আসরে ছয় ম্যাচে পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া দলটির সংগ্রহ ৩ পয়েন্ট। টানা ছয় জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামা বসুন্ধরা কিংস এগিয়ে যায় ম্যাচের দশম মিনিটে। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন রবিনিয়ো। লীগে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোল হলো ৭টি। সমান গোল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবের। প্রথমার্ধের শেষ দিকে গোছালো আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে নেয় বসুন্ধরা কিংস। সুফিলের থ্রুতে রবসন রবিনিয়োর কাট ব্যাকে ঢুকে যাওয়া বল রাউল অস্কার বেসেরা নিয়ন্ত্রণে নেন। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড লক্ষ্যভেদ করেন ডান পায়ের প্লেসিং শটে। লীগে এটি তার পঞ্চম গোল। মুক্তিযোদ্ধা সংসদের রক্ষণে চাপ ধরে রেখে ৭৫তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় লীগের শেষ আসরের চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে বেসেরা পা ছোঁয়ানোর পর গোলমুখ থেকে টোকায় জাল খুঁজে নেন তৌহিদুল আলম সবুজ।

বসুন্ধরা কিংসের চেয়ে দুই ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

আর পড়তে পারেন