সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিক নির্বাচন।। জোটে আছে ‘ভোটে’ সক্রিয় নয় আ’লীগের শরীকরা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০১৭
news-image

বিশেষ প্রতিবেদনঃ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে কুমিল্লা এখন ভোট উৎসবের সাজ সাজ রব। ভোট লড়াইয়ে অংশ নেয়া প্রার্থীরা এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়। ৩০ মার্চের নির্বাচনে শেষ হাসি হাসতে মেয়র প্রার্থীরা উন্নয়নের ফুল-ঝুঁড়ি নিয়ে ছুটছেন ভোটের মালিকদের কাছে। কুসিকে মূলত নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা আর বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে মূল লড়াইটা হবে। সাক্কুর ‘অসমাপ্ত’ উন্নয়নের প্রতিশ্রুতি আর আঞ্জুম সুলতানা সীমার নতুন ‘রুপরেখা’ নিয়ে চলছে ভোটের বিশ্লেষণ।
নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং স্থানীয় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে ভোট প্রার্থনায় ব্যস্ততা দেখা গেছে। তবে সীমার পক্ষে ভোট চাইতে আওয়ামী লীগের শরীক অন্যান্য দলের নেতাদের কার্যত সক্রিয় কোন ভূমিকা চোখে পড়েনি।
কুসিক নির্বাচনে নৌকা প্রতীকে আঞ্জুম সুলতানা সীমা ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট ১৪ দলের একক প্রার্থী। জোটের শরিক জাসদ কুসিকে প্রার্থী দিলেও আওয়ামী লীগের অনুরোধে তা প্রত্যাহার করে নেয়। কুসিকে ১৪ দলের একক প্রার্থী থাকলেও শরিকদের কেউই সীমার পক্ষে নির্বাচনী প্রচারণায় তেমন অংশ নিতে দেখা যায়নি।

দলীয় মনোনয়নের লড়াইয়ে আ ফ ম বাহাউদ্দিন বাহার ও আফজল খানের অনুসারীদের দ্বৈরথ দিয়েই মূলত এবার আলোচনায় আসে কুসিক নির্বাচন। দলীয় প্রার্থী মনোনয়নে নাটকীয়তার অবসান ঘটিয়ে আফজাল কন্যা আঞ্জুম সুলতানা সীমার হাতেই নৌকাটা তুলে দিয়েছে আওয়ামী লীগ। নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়া সীমার পাশে বাহার অনুসারীদের অংশগ্রহণ তেমন লক্ষ্য করা যায়নি। তবে শেষ মুহূর্তে বাহার কন্যা এসে সীমার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে।
কুসিক নির্বাচনেক সামনে রেখে আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের ‘গৃহ বিবাদ’ মিটলেও সমর্থন দিয়েও শরীকরা নীরব ভূমিকা পালন করছে। তবে এমন অভিযোগ মানতে নারাজ জোটের শরীকরা। শরীকরা বলছেন, জোটগত এবং দলীয়ভাবে কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সীমার পক্ষে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের প্রধানরা মন্ত্রী-এমপি হওয়ায় তারা নির্বাচনে অংশ নিতে পারছেন না। এর বাহিরে তৃণমূল নেতৃত্ব সীমার পক্ষেই কাজ করছে।
এ ব্যাপারে জাতীয় সমাজতান্ত্রীক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, ‘নির্বাচনী আচরণ বিধির কারণে আমরা কুমিল্লায় যেতে পারছি না। আমরা ১৪ দলের সকল কর্মকাণ্ডের সাথে আছি। আমাদের স্থানীয় নেতারা কুমিল্লা সিটি নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছে। দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফজলুল করিমও সেখানে নির্বাচনী ক্যাম্পেইন করেছেন।’

তিনি বলেন, ‘জোটগত সিদ্ধান্তের পরেই কুসিক নির্বাচন থেকে আমরা আমাদের দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। আমাদের প্র্রার্থী এখন সীমা। তার পক্ষেই জাসদ নেতারা কাজ করছে। দলীয় ভাবে নেতা-কর্মীদের সে নির্দেশও দেওয়া হয়েছে। আমাদের স্থানীয় পর্যায়ের সকল নেতারা সীমার সাথে আছে। তারা নিয়মিত সীমার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে।’

জাসদের অপর অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের কারণে আমাদের প্রচারণা চোখে পড়ছে না। আমাদেরকে সুকৌশলে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করা হচ্ছে। ১৪ দলের যে কোন কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ বিটিভির সাংবাদিকরা কেটে ফেলে দিয়ে প্রচার করে। আর এ ধরনের প্রতিহিংসামূলক কাজে হাসানুল হক ইনু সরাসরি জড়িত।’

তিনি বলেন, ১৪ দলের সাথে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। স্থানীয় নেতারাও প্রচারণা চালাচ্ছেন।
ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, কুসিক আমাদের কোন দলীয় প্রার্থী নেই। আওয়ামী লীগের প্রার্থীই আমাদের প্রার্থী। দলীয়ভাবে আমরা সীমাকে সমর্থন দিয়েছি। আমরা সাংসদ হওয়ায় সেখানে যেতে পারিনি। আমাদের সংশ্লিষ্ট জেলার নেতারা সীমার পক্ষে কাজ করছে। আমরা আমাদের দলীয় সামর্থ অনুযায়ী কাজ করছি। আশাকরি সম্মিলিত ১৪ দলের প্রার্থীই জয়ী হবে।’
তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় ১৪ দলের সাথে আছি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও আমরা নৌকার প্রার্থীর সাথে আছি।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা কুমিল্লা সিটি নির্বাচনে ১৪ দলের সাথে প্রচারণায় অংশগ্রহণ করেছি। আমি নিজেও সেখানে গিয়েছি। আমাদের সকল নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করছে। সেখানে নৌকার বিজয় হবে বলে আশা রাখি।’
সমাজতান্ত্রিক দলের আহবায়ক রেজাউল রশীদ খান বলেন, ‘আমরা দলীয়ভাবে সবসময় ১৪ দলের সাথে আছি। কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীই আমাদের প্রার্থী। নৌকার পক্ষে নির্বাচনে অংশ নিতে স্থানীয় নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছে।’
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের শরীকরা আওয়ামী লীগের প্রার্থী সীমার পক্ষে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়। নাসিক নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণার পর শরীকদের নিয়ে বৈঠক করেছি। তারা এ ব্যাপারে একমত হয়েছে। জোটগতভাবে আমরা ১৪ দলের প্রার্থী সীমাকে বিজয় করবই।’

আর পড়তে পারেন