বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজকের কুমিল্লা ডট কম :
মে ৮, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারা বন্দি বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকাল ৯টা ৩৪ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হলে খালেদা জিয়ার জামিন বাতিল চেয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

তিনি বলেন, হাইকোর্ট কম সাজার বিষয়টি উল্লেখ্য করে জামিন দিয়েছেন, কিন্তু দণ্ড দেওয়ার পর জামিনের জন্য কম সাজার বিষয়টি বিবেচনায় আসবে না। তিনি মাত্র ৩ মাস হলো বন্দি রয়েছেন। যদি দুই বা আড়াই বছর কারা বন্দি থকতেন তবে জামিনের বিষয়টি বিবেচনায় থাকতে পারে।

তিনি আরো বলেন, সাজাপ্রাপ্ত হলে জামিনের জন্য বয়সটা বিবেচনায় আসবে না। আর অসুস্থতার বিষয়টি জেলকোট অনুযায়ী কারা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।

শুনানিতে খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত আছেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ সিনিয়র আইনজীবীরা।

আর পড়তে পারেন