মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টা, বিমানের ক্রু সাগর আহত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০১৯
news-image

 

ডেক্স রিপোর্টঃ

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি-১৪৭ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের পর ক্যাপ্টেন ও বেশিরভাগ যাত্রী নিরাপদে নেমে যেতে পারলেও একাধিক কেবিন ক্রু বিমানটির ভেতরে জিম্মি ছিল। এদের মধ্যে বিমান ক্রু সাগর আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

রোববার বিকালে ঢাকা থেকে উড্ডয়নের পর এটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অভিযানে সন্দেহভাজন ছিনতাইকারী আহত অবস্থায় আটক হয়েছে। তবে ক্রুদের কেউ হতাহত হয়নি।

এর আগে এমন ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় গণমাধ্যমকে শাহ আমানতে বিমানের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম বলেন, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে।

তিনি বলেন, এটা নিশ্চিত যে একজন সন্দেহভাজন বিমানটির ভেতরে এখনও অবস্থান করছে। প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।

সূত্র জানায়, বিমানটি রোববার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করা হয়। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সেখানে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

 

আর পড়তে পারেন