শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে নকল পণ্য উৎপাদন ও লাইসেন্স না থাকায় ২৮ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩০, ২০২২
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা ও অবৈধ নকল পণ্য উৎপাদনের অপরাধে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় এক প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ মে) আরিয়ান ফুড এন্ড প্রোডাক্টসকে সিরকা উৎপাদনের বিএসটিআই লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে নকল টেস্টি স্যালাইন উৎপাদন করায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। উক্ত অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

আর পড়তে পারেন