শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরে বিদেশি ব্রান্ডের নকল কসমেটিকস তৈরি: ৫০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২৫
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৫ নভেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরতলীর বাবুরহাট শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে একটি কসমেটিকস কারখানায় বিদেশি ব্রান্ডের নকল সাবান ও শ্যাম্পু তৈরির অপরাধে জে. এস কনজুমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য ও বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহরিয়ার খান এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নকল ব্রান্ডের সাবান ও শ্যাম্পু ধ্বংস করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠান মালিক মো. জসিম উদ্দিন এ ধরনের অনিয়ম পূনরায় করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করে দেয়া হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন