শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২১, ২০১৭
news-image

শরীফুল ইসলাম,চান্দিনা ঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চান্দিনা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপন কর্মসূচি-২০১৭ইং উপলক্ষে রবিবার চান্দিনা উপজেলার বৈশখলা ইকরা আদর্শ দাখিল মাদ্রাসা মিলনায়তনে গাছের চারা বিতরণ করা হয়। প্রকল্প কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক এর সঞ্চালনায় এবং ব্যাংকের এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও চান্দিনা শাখা প্রধান মো. দিদার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন- বৈশখলা ইকরা আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে উন্নতমানের ফলজ গাছের চারা বিতরণ করা হয় এবং মাদ্রাসার আঙ্গিনায় আম, সেগুন, জাম ইত্যাদি গাছের চারা রোপন করার মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপস্থিত ব্যক্তিবর্গকে সহ মোট ১ হাজার ৬ শত ৭৭টি গাছের চারা বিতরণ করা হয়।

আর পড়তে পারেন