শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ যাচ্ছে উখিয়ায়

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০১৭
news-image

মো. শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে চান্দিনা থেকে এক হাজার রোহিঙ্গা পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে উখিয়া যাচ্ছেন চান্দিনা পৌর পরিষদ ও চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দুটি বড় ট্রাক ও তিনটি মাইক্রোবাসে করে ওই ত্রাণ সামগ্রী নিয়ে রওয়ানা হন নেতৃবৃন্দ। ত্রাণের প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি লবণ, মশুর ডাল এক কেজি, চিড়া এক কেজি, আধা কেজি সয়াবিন তেল, সাবান ও বিস্কুটের প্যাকেট রয়েছে। এছাড়া নগদ অর্থও বিতরণ করার সিদ্ধান্ত রয়েছে। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে এই ত্রাণ বিতরণ মিশনে রয়েছেন চান্দিনা বাজার বণিক সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, চান্দিনা পৌরসভার কাউন্সিলর মো. আবদুর রব, কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, ব্যবসায়ী সমিতির নেতা মো. জসিম উদ্দিন ভূইয়া, আবদুস ছালাম, হাজী মো. জাহাঙ্গীর আলম, মো. বাহারুল ইসলাম বাহার, মো. মিজানুর রহমান, মো. জয়নাল আবেদীন, মো. আবদুল হান্নান, যুবলীগ নেতা মো. মনির হোসেন প্রমুখ।
এব্যাপারে চান্দিনা বাজার বণিক সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া জানান, চান্দিনা বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন মসজিদের মুসল্লী, সাধারণ মানুষ ত্রাণ সামগ্রী ক্রয়ে অর্থ ও সামগ্রী যোগান দিয়েছেন।
চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম বলেন, ‘উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় বৃহস্পতিবার এক হাজারেরও বেশি রোহিঙ্গা পরিবারের মাঝে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেব। ত্রাণ সামগ্রীতে চান্দিনা পৌর পরিষদ, চান্দিনার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন মসজিদের মুসল্লী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহযোগীতা করেছে।

আর পড়তে পারেন