শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে রেলসেতু দিয়ে ঝূঁকিপূর্ন পারাপার বিকল্প সেতু নির্মাণে দাবী এলাকাবাসীর

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৮
news-image

 

সেলিম চৌধুরী হীরা:

একটি সেতুর অভাবে লাকসামে রেলসেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করছে। লাকসাম-চাঁদপুর রেললাইনে উপজেলা মুদাফরগঞ্জ ইউনিয়নে কাগৈয়া গ্রামে কার্জন খালের উপর ওই রেলসেতু দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় ঘটেছে হতাহতের ঘটনা।
ভুক্তভোগীরা জানান, কার্জন খালের উপর ব্রিজ না থাকায় রেলসেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় । কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষ।

ওইস্থানে একটি ব্রিজ নির্মানের দাবী এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। তবে গত ৩৫ বছর ধরে এ দাবী জানিয়েও কোন লাভ হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। বিকল্প ব্রিজ না থাকায় বাধ্য হয়ে প্রতিবছরে চাঁদা উঠিয়ে বাজার থেকে কাঠের পাটাতন কিনে এনে রেলসেতুর মাঝখানে বসিয়ে যাতায়াতের ব্যবস্থা করেন স্থানীয়রা। রেলসেতুর পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রতিদিন স্কুলে কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসা-যাওয়া করতে গিয়ে ছোটবড় দূর্ঘটনা ঘটে। প্রায় ৮টি গ্রামের নারী, পুরুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু, বৃদ্ধসহ নানাহ বয়সের মানুষকে বিপদজনক এ রেলসেতু দিয়ে পারাপার হতে হয়।

সরেজমিনে গিয়ে জানা গেছে, লাকসাম উপজেলা মুদাফরগঞ্জ ইউনিয়নে কার্জন খালের উপর ব্রিজ না থাকায় বিপদজনক রেলসেতু দিয়ে জীবনের ঝুঁিক নিয়ে পারাপার হতে হয় লোকজনকে। শুধুমাত্র একটি ব্রিজের অভাবে যুগ যুগ ধরে যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ার কারনে ভাগ্য বদলায়নি ৮টি গ্রামের অত্যন্ত ২০ হাজার মানুষের। ওইস্থানে ব্রিজটি নির্মিত হলে একদিকে ওইএলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী নিরাপদে আসা যাওয়া করতে পারবে আবার অন্য দিকে পাল্টে যাবে উপজেলা কাগৈয়া, নলুয়া, সালেপুর, শ্রীয়াং খালপাড়, পরানপুর, নোয়াপাড়া, চিতোষী, রেলষ্টেশন, নাকঝাটিয়াসহ কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থার দৃশ্য।

এছাড়া এসব এলাকার বাড়বে গ্রামীন ব্যবসা-বানিজ্যের প্রসার। এ এলাকায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তোরাব আলী উচ্চ বিদ্যালয়, জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কার্জন খালের পশ্চিমে পরানপুর, চিতোষী, নোয়াপাড়াসহ প্রায় ৪টি গ্রামের শতাধিক শিক্ষার্থীরা ওই রেলসেতু দিয়ে প্রতিদিন পারাপার হয়।

কাগৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়–য়া শিক্ষার্থী কুলসুম আক্তার, খাদিজা আক্তার মিম, সুমাইয়া, মাহবুবু আলম, হৃদয় খান,বিল্লাল হোসেন ও আলামিন বলেন, রেলসেতু দিয়ে স্কুলে পারাপারের সময় ভয়ের মধ্যে থাকি। সেতুর মাঝখানে আসলে ব্রিজের নীচে পানি দেখে পা থরথর কেঁপে উঠে। অনেক সময় সঙ্গে থাকা বই, খাতা, কলম পড়ে যায়। শিক্ষার্থীরা আরও বলেন, ৫ম শ্রেণির ছাত্রী সুমাইয়া গত ৬ মাস আগে রেলসেতু দিয়ে পারাপারে সময় ট্রেন আসতে দেখে লাফিয়ে পানিতে পড়ে গুরুতর আহত হয়। আমরা সবসময় আতংকে থাকি। সরকারী ভাবে ব্রিজ নির্মাণ হলে আমরা নির্বিঘেœ সবাই স্কুলে যাতায়াত করতে পারব।

ফুলহরা গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীর আলম বলেন, আমার বাচ্চারা কাগৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। প্রতিদিন এ রেলসেতু পার হয়ে স্কুলে যাতায়াত করতে হয়। বাচ্চারা যখন স্কুলে যায় বাড়ীতে ফিরে না আসা পর্যন্ত দুশ্চিন্তায় থাকি। সবসময় মনে হয় এ সেতুর কারনে না জানি কখন কি অঘটন ঘটে। এদিকে রেলগাড়ীর ভয় অন্যদিকে রেলসেতু পারাপারে দূর্ঘটনার ভয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার ফয়জুল আলম মিয়াজী বলেন, এলাকার মানুষ অনেক কষ্টে যাতায়াত করতে হিমশিম খাচ্ছে।

পাশাপাশি গর্ভবতী মায়েদের হাসপাতালে নেয়া অসম্ভব হয়ে পড়ে। মুজিবনগর নামে খ্যাত এ গ্রামটি দীর্ঘ বছর যাবত অবহেলিত ভাবে পড়ে আছে। বর্ষা মৌসুমে নৌকা ছাড়া আমাদের যাতায়াতের কোন ব্যবস্থা নেই। গত ৩ মাস আগে ৫-৬ জন ছাত্র-ছাত্রী রেলসেতু পার হওয়ার সময় ট্রেন চলে আসে, এ অবস্থা দেখতে পেয়ে তাদেরকে সর্তক করলে তারা লাফিয়ে পানিতে পড়ে যায়। এমন দূর্ঘটনার খবর প্রায় শুনা যায়। এলাকার মানুষের প্রাণের দাবী রেলসেতুর পাশে বিকল্প ব্রিজ নির্মাণ হলে এ অঞ্চলের হাজার হাজার মানুষ বানিজ্যিক ভাবে লাভবান হবে পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা নির্বিঘেœ স্কুলে যাতায়াত করতে পারবে।

ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর বলেন, এ অঞ্চলে মানুষ বিপদজনক রেলসেতু দিয়ে যাতায়াত করে আসছে। বিকল্প সেতু না থাকায় মানুষ ভোগান্তির শিকার হয়। স্বাধীনতার পর থেকে শুনে আসছি রেলসেতু পারাপারের সময় মাঝে মধ্যে ঘটেছে ছোট বড় দূর্ঘটনা। তিনি আরও বলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের আন্তরিকতায় ইতিমধ্যে রেলের পাশে বিকল্প রাস্তা তৈরি হয়েছে। ওইস্থানে একটি ব্রিজ নির্মান হলে দুর্ঘটনা থেকে এলাকার জনগন রক্ষা পাবে।

আর পড়তে পারেন