বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে অসহায় মহিলার ঘর লুট

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৭, ২০১৮
news-image

সফিউল আলমঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৬ নং ঘোলপাশা ইউনিয়নে আদর্শ গ্রামে অসহায় মহিলার ঘরে রাতের অন্ধকারে একদল বখাটে যুবক জোড় পূর্বক হামলা চালায়।

বুধবার রাত প্রায় ২ টার সময় আদর্শ গ্রামে জোসনা বেগম (৩৪)এর বসতবাড়ীতে একই এলাকার একদল বখাটে যুবক দরজা জানালায় ধাক্কা মারলে ঘুমে থাকা জোসনা বেগম ও তার মেয়ে সুমাইয়া (১১) ঘুম ভেংগে বিদ্যুৎ জালিয়ে পরিচয় জানতে চায়,পরে ঘরে পর-পুরুষ আছে এমন অভিযোগ প্রকাশ করে দরজা জানালা ভেংগে ৭/৮ জন ঘরে প্রবেশ করে। এসময় জোসনা বেগম বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ২/৩ জন কিল ঘুষিসহ জামা কাপড় টানাটানি করতে থাকে,বাকিরা ঘরের সকল মালামাল মাটিতে ফেলে ব্যাপক ভাংচূর চালায়, চোখের সামনে মায়ের উপর এমন অত্যাচার দেখে মেয়ে চিৎকার শুরু করলে মেয়ের গলায় চেপে ধরে বখাটেরা।

এক পর্যায়ে জোসনা বেগম ঘর থেকে বাহির হয়ে চোর চোর বলে চিৎকার করলে আশেপাশের প্রতিবেশীরা দৌড়ে আসলে কয়েকজন পালিয়ে যায়।বাকীরা উপস্হিত সকলের সামনে জোসনা বেগমকে হুমকি দিয়ে বলেন, ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হলে পেট্রোল দিয়ে বাড়ি পুড়িয়ে দিবে।এসময় প্রতিবেশীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়।আরো মানুষ আসতেছে দেখে বখাটেরা কৌশলে পালিয়ে যায়।এই সময় প্রতিবেশীরা জোসনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেন,পরদিন সকাল বেলা জোসনা বেগম উপজেলা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নেন।খবর শুনে জোসনা বেগম এর স্বামী চট্টগ্রাম আবুল খায়ের স্টিল মেইলে চাকুরীরত সামছুল হক বাড়িতে ছুটে আসেন,আশেপাশের প্রতিবেশীদের সাথে নিয়ে গ্রামের সর্দার মাতাব্বর এর নিকট হাজির হন।তাদের কে জানান যে,দীর্ঘ দিন থেকে তার স্ত্রীকে মোবাইল এ নানান কু-প্রস্তাব লোভ লালসা দেখিয়ে আসতেছে এই প্রতারক চক্র,কোন সুযোগ সুবিধা না পেয়ে মোবাইল অসংখ্য হুমকি ধমকি দেওয়া শুরু করেছিল,আর যা হুমকি দিতো আজ তা করে দেখালো। পরে জোসনা বেগম সন্তানসহ চৌদ্দগ্রাম থানায় যান ।

চৌদ্দগ্রাম থানার কর্মরত ডিউটি অফিসার এসআই রেজাউল করিম জানান, জোসনা বেগম বাদী হয়ে ওই গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে নাছির (২৬), আনা মিয়ার ছেলে ইসমাইল( ৩০), ফরিদ মিয়ার ছেলে আল আমিন(২৫), মৃত মফিজ মিয়ার ছেলে শেখ আহমদ (২৫), হোসেন মিয়ার ছেলে সাইফুল (২৭)সহ অজ্ঞাত আরো ২/৪ জনের নামে থানায় অভিযোগ করেন। আমরা আইনানুযায়ী ব্যবস্থা নিবো।

আর পড়তে পারেন