শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে করোনায় মারা যাওয়া মনিলালের সৎকার করে দৃষ্টান্ত স্থাপন করলো “বিবেক”

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে করোনায় মারা যাওয়া মনিলালের সৎকার করে দৃষ্টান্ত স্থাপন করলো “বিবেক” ।

কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার কিশোর স্টোরের সত্বাধিকারী, চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাপুর চৌধুরী বাড়ির  মনিলাল চৌধুরী ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে করোনা টেষ্ট নেগেটিভ আসে কিন্তু অবস্থার অবনতি হয়ে ৩ আগষ্ট রাতে  পরলোক গমন করেন।

“বিবেক” এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু’র নেতৃত্বে বিবেকের হিন্দু সৎকার টিম ধর্মীয় রীতি অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা শেষে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।

আর পড়তে পারেন