রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর একরাম হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১০, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে দ্বন্ধে কুপিয়ে বন্ধুকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হেলালকে (৩০) গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমার নির্দেশনায় এএসআই এমরান ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম র‌্যাব-৩ এর সহযোগীতায় গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে উপজেলার পৌর সদরের নোয়াপাড়া গ্রামের শামছুরের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা, লুডু খেলাকে কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে একরাম উল্লাহ নামে এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ২০১৮ সালে আটককৃত হেলালসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-৩ এর সহযোগীতায় তাকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। শুক্রবার দুপুরে আটককৃত হেলালকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার নোয়াপাড়া এলাকায় লুডু খেলা নিয়ে আসামী হেলাল গংদের সাথে নিহত একরামের বিরোধ হয়। এর জের ধরে ১৫ সেপ্টেম্বর বিকেলে একরাম উল্লা বাড়ি হতে চৌদ্দগ্রাম বাজারে যাওয়ার পথে নারেন্নাল দীঘির পাড়ে পথরোধ করে ধারালো দা দিয়া একরাম উল্ল্যাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মৃত একরাম উল্লার পিতা মোকছেদ মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিয্ক্তু আসামিরা হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ পরান মিয়া (৫০), একই গ্রামের পরান মিয়া বাবুলের ছেলে মোঃ বাবলু, মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ জামাল নোয়াপাড়া গ্রামের মোঃ সফিক মিয়ার ছেলে মোঃ শাকিল, মোঃ শহিদ মিয়ার ছেলে মোঃ শওকত হোসেন, মোঃ শামছুর ছেলে মোঃ হেলাল ও রামচন্দ্রপুর গ্রামের মোঃ আব্দুল খালেক ওরফে সেরু মিয়ার ছেলে মোঃ সবুজ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ ইব্রাহীম মামলার তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আর পড়তে পারেন