শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পুলিশি বাধায় পন্ড শহীদ জিয়ার ৩৭তম শাহাদাত বার্ষিকী ও ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩০, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশে বাধায় পন্ড হয়েছে উপজেলা ও পৌর বিএনপির ইফতার মাহফিল। বুধবার দুপুর থেকে ইফতার পর্যন্ত চৌদ্দগ্রাম বাজার, ঈদগাহ মাঠ ও হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার চৌদ্দগ্রাম বাজারস্থ ফ্রেন্ডস্ ক্যাফে কমিউনিটি সেন্টারে শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। দুপুরে খাবার রান্না করার সময় থানা পুলিশ বাধা দেয়। পরে বুধবার বিকেল সাড়ে চারটায় পাশ্ববর্তী ঈদগাহ মাঠে গিয়ে বিএনপির নেতাকর্মীরা আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এয়াছিন পাটোয়ারীর সভাপপিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম ও পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, নুর হোসেন বলাই, খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদ, মোঃ হাসান, উপজেলা যুবদলের সহ-সভাপতি গোলাম এছাক, যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, প্রবাসী বিএনপি নেতা শরীফ হাসান, আনোয়ার হোসেন শিহাব, পৌর যুবদল সভাপতি গোলাম মোস্তফা অভি, সেক্রেটারী আকতার হোসেন, যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, উপজেলা শ্রমিকদলের আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শামীম, মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ মজুমদার, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। এসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তৃণমুল দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কামরুল হুদার বক্তব্য শুরু কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে বাধা দেয়। পরে নেতাকর্মীরা সেখান থেকে সরে স্কুল মাঠে গেলেও পুলিশ তাতে বাধা দেয়। এতে অনুষ্ঠানে আসা নেতাকর্মীরা মাঠের বিভিন্নস্থানে বসে থেকে ইফতার করতে দেখা যায়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুল হুদা সাংবাদিকদের জানান, ৪ দিন আগে ইফতার মাহফিলের অনুমতি চেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে আবেদন করা হয়। তারই ধারাবাহিকতা হিসাবে চৌদ্দগ্রাম বাজারে অবস্থিত ক্যাফে ভোজন বিলাস কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করি। দুপুর বেলায় জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশ সেখানে ইফতার মাহফিল করতে দেওয়া হবে না বলে বাধা প্রদান করে। পরবর্তীতে আমরা চৌদ্দগ্রাম কেন্দ্রিয় ইদগাহ মাঠে কোন প্রকার মাইক ছাড়াই ইফতার মাহফিল আয়োজন করি। এর কিছুক্ষণ পর পুলিশ এসে সেখানেও বাধা প্রদান করে আমাদেরকে ইফতার মাহফিল করতে দেয়নি।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ আবুল ফয়সাল জানান, পূর্ব অনুমতি ছাড়াই বিএনপি ইফতার মাহফিল করায় বাধা দেয়া হয়েছে।

আর পড়তে পারেন