রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জমি দখলে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৭, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ফেনীর সোনাগাজীতে জমি দখলে বাধা দেওয়ার অভিযোগে সাবেক সেনা সদস্যসহ তিনজনকে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন।

সোমবার সকালে সোনাগাজী পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিয়াউল হক (৬১), তার স্ত্রী ফেরদৌস আরা বেগম (৪৫) এবং তার ভাই আবদুল হক (৭৫)।

এদের মধ্যে জিয়াউল হককে ফেনী জেনারেল হাসপাতাল এবং তার স্ত্রী ও ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, জিয়াউল হকের সঙ্গে একই বাড়ির মাহবুল হকের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মাহবুল ১৫-২০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জিয়াউলের জমিতে টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালান।

এ সময় জিয়াউল হক বাধা দিলে মাহবুল হক, তার ছেলে সাইফুল ইসলাম রাজু, স্ত্রী রোশনারা বেগম, আসমা আক্তার, ভাড়াটে সন্ত্রাসী হোসেন আহমদ শামীম ও আবুল কাসেমসহ অন্যরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

অভিযোগের বিষয়ে মাহবুল হক বলেন, বিরোধপূর্ণ জায়গায় খুঁটি স্থাপন করতে গেলে জিয়াউল হক বাধা দেন। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ হয়।

এ ঘটনায় হামলার শিকার ফেরদৌস আরা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন