রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচনের তপশিল কবে, জানালেন ইসি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আনিছুর রহমান বলেন, নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালু করা হবে। এর পরেই তপশিল ঘোষণা করা হবে।

সাংবাদিকরা অ্যাপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরো নির্বাচন ব্যবস্থাটা ডিজিটাল করতেই অ্যাপ চালু করা হবে। যেখানে মনোনায়নপত্র জমা থেকে ভোটের সব তথ্য থাকবে।

নির্বাচন কমিশনার বলেন, এবার ভোটের আগের দিন নয়, ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর পড়তে পারেন