শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিসেম্বরে প্রকাশিত হতে যাচ্ছে কবি “আখতার উজ্জামান সুমন” এর গবেষণামূলক গ্রন্থ “একটি মানচিত্রের রক্ত”

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০১৭
news-image

 

সালমা আক্তার চৈতিঃ

বিজয়ের মাস ডিসেম্বর-২০১৭ তে প্রকাশিত হতে যাচ্ছে প্রাবন্ধিক, গবেষক, গল্পকার ও কবি “আখতার উজ্জামান সুমন” এর গবেষণামূলক গ্রন্থ “একটি মানচিত্রের রক্ত”। সৃজনশীল পুস্তক প্রকাশনা সংস্থা ‘বাংলার প্রকাশন’ থেকে প্রকাশ হতে যাচ্ছে গ্রন্থটি। প্রকাশক আহসান আল আজাদ জানান, আখতার উজ্জামান সুমন বর্তমান সময়ের একজন প্রতিভাবান উদীয়মান লেখক। লেখকের গ্রন্থ “একটি মানচিত্রের রক্ত” প্রকাশ করতে পেরে তিনি উচ্ছোষিত। তিনি সকলকে বিশেষভাবে বর্তমান প্রজন্মকে গ্রন্থটি পড়ার আহবান করেছেন। লেখকের প্রাতিষ্ঠানিক নাম আখতার উজ্জামান চৌধুরী। বৃহত্তর সিলেট অঞ্চলের হবিগঞ্জ জেলার কড়রা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে লেখকের জন্ম। সবুজ চা গাছের গন্ধ, পাহাড়ি হড়িয়ালী এবং শিল্পকারখানার যান্ত্রিকতায় এক অদ্ভুত রকমের ভিন্ন মানের জীবনযাত্রা সেখানে। বাবা ব্যাংক কর্মকর্তা ও মা গৃহিণী। বাবার চাকুরির সুবাদে শৈশব কেটেছে নিজ গ্রামের বাহিরে। বিজ্ঞান শাখা থেকে ১ম বিভাগ প্রাপ্ত হয়ে এসএসসি পাশ করেন। ব্যবসায় ব্যবস্থাপনা শাখা থেকে এইচএসসি পাশ করার পর কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি সাহিত্যসহ ডিগ্রী অর্জন করেন। কুমিল্লা মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন। তারপর কুমিল্লা ন্যাশনাল ক্যাডেট স্কুল এন্ড কলেজেও শিক্ষকতা করেন কিছুদিন। বর্তমানে তিনি ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’-এ কর্মরত আছেন। তাঁর সৃষ্টিসমূহের মধ্যে রয়েছে- কাব্যগ্রন্থঃ রাত জাগানিয়া, হলদে পাখির নীড়। প্রবন্ধঃ বাংলা ভাষার উৎপত্তি নামকরণ ও বিলুপ্তি, সম্পর্ক, লেখক বনাম এডিটর, ভ্রমণ একটি শিল্প, শৈশবের বিদ্যানিকেতন। গবেষণা গ্রন্থঃ একটি মানচিত্রের রক্ত। তাছাড়াও লেখকের সৃষ্টি তালিকায় রয়েছে গল্পগুচ্ছ ও নীতিগল্প সমাহার। মানুষের গুরুত্বপূর্ণ অর্জনসমূহ সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে সহায়ক। বাঙালির অনেক গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে। এর মধ্যে অন্যতম হল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অর্জন করা। এই অর্জনের একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের মানচিত্রের ইতিহাস একটি গৌরবোজ্জল ইতিহাস। এই ইতিহাস আমাদের দেশপ্রেম ও চেতনাবোধকে বলিষ্ঠ করতে নিরন্তর সহায়ক। বাঙালি জাতির অনেক ঐতিহ্য নির্ভর ঘটনা রয়েছে। ঐতিহ্য নির্ভর ঘটনাগুলোর নিরীক্ষিত সকল ধারাবাহিক প্রবাহকে ইতিহাস এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়। যে সকল তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করা সম্ভব তার প্রায় সবগুলো উপাদানকেই এই গ্রন্থে ব্যবহার করানোর যথাসাধ্য প্রয়াস করা হয়েছে। “একটি মানচিত্রের রক্ত” গ্রন্থটি সমৃদ্ধ করতে ঐতিহাসিক লিখিত দলিলপত্রাদি, সম্মুখ সাক্ষাৎ, ফোনালাপ ও তথ্য-প্রযুক্তিকে মুখ্যার্থে ব্যবহার করা হয়েছে। সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসাবে যেহেতু লিখিত উপাদান সর্বজন স্বীকৃত সেহেতু লিখিত উপাদানকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ঐতিহাসিক ঘটনাবলী আমাদের বর্তমানের ঘটনা প্রবাহকে বিচার করতে সহায়তা করে। আশা করছি এই গ্রন্থ পাঠে ও সংগৃহিত স্থিরচিত্র দর্শনে বর্তমানের সাথে অতীতের সাক্ষাৎ ও সংলাপ ঘটবে নিশ্চয়।

আর পড়তে পারেন