বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০২৩
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঢাকায় এসে পৌঁছেছেন। রোববার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। সদ্য সাবেক হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হলেন তিনি।

২০১২-২০১৬ পর্যন্ত ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন সারাহ কুক ।

সম্প্রতি তিনি ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসে দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

মিসেস কুক ২০০৫ সালে ডিএফআইডিতে যোগদান করেন। সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে সারাহ কুক গায়ানা ও সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

আর পড়তে পারেন