শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন মরণফাঁদ,বাড়ছে দুঘর্টনা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৩, ২০১৯
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ
দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টমেন্টের পশ্চিমাংশে নাজিরা বাজার এলাকায় মরন ফাঁদ!! যে কোন মুহুর্তে মহাসড়কের একটি অংশ ডেবে গিয়ে বড় ধরণের দুর্ঘটনার শিকার হতেপারে । সড়কের নিচের মাটি সরে গিয়ে ক্রমেই একদিকে ঢালু হয়ে যাচ্ছে দিনদিন।

নাজিরা বাজার নামক এলাকায় সড়কের দক্ষিণাংশের ঢাকা মুখি রাস্তার নিচ থেকে সরে যাওয়া মাটির ওপরের পাকা সড়কে যাত্রী বাহী বাস বা ট্রাক চলাচল করলে যে কোন মুহুর্তে উল্টে যেতে পারে সড়ক সহ ভারী পরিবহন। স্থানীয়রা দুর্ঘটনার আশংকায় জায়গাটিতে যাতে গাড়ী আসতে না পারে সে জন্য বড় একটি কাঠের বাক্স দিয়ে বন্ধ করে রেখেছে।

স্থানীয় ক্যান্টনমেন্ট ফাড়ির পুলিশ ইন্সপেক্টর মাহমুদ হাসান রুবেল বলেন, গুরুত্বপূর্ণ ও ব্যাস্ত মহাসড়ের এ অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুততার সাথে সংস্কার না করলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। তিনি সহ স্থানীয়রা সড়কের ডেবে যাওয়া জায়গাটি দ্রুত মেরামতে রোডস এন্ড হাইওয়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

আর পড়তে পারেন