শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মার্কেট পুড়ে ছাই, ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০২০
news-image

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত ১২ টার দিকে লাকসাম উপজেলার আতাকরা বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় রাত আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, রবিবার রাতে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের আতাকরা বাজারের মরহুম রব সাহেব সুপার মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ওই মার্কেটের আবুল কালাম চা দোকান, জসিম ভ্যারাইটিজ স্টোর, হাফেজ রবিউল টেইলার্স, শাহআলম ফার্নিচার, মহিউদ্দিন ওয়ার্কশপ, দেলোয়ার হোসেন হার্ডওয়্যার, শাহীন ভ্যারাইটিজ স্টোর, মোহাম্মদ আলী ডেকোরেশন, ডা. ফয়েজ হোমিও হল পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় পার্শ্ববর্তী আমান সুপার শপ, লিটন টেইলার্স, মাষ্টার লাইব্রেরি, নাসির টেইলার্স, মা-মণি ফার্মেসী, সুমন হার্ডওয়্যার, আলাউদ্দিন কম্পিউটার সার্ভিস, মাঈন উদ্দিনের কাপড় দোকান, রিপন মাইক সার্ভিস ও বন্ধিশাহ ডেকোরেটারের আংশিক ক্ষতি সাধিত হয়।

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা বলে দাবি করেন রব সাহেব সুপার মার্কেটের মালিক এনায়েত উল্লাহ হেজাজী।

অগ্নিকান্ডের পরপরই লাকসাম ফায়ার সার্ভিস কর্তপক্ষকে জানানো হলেও অগ্নিকান্ডের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আর পড়তে পারেন