শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পথচারীদের মাঝে ফিউচার আইসিটি স্কুলের ইফতার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০২৪
news-image

দাউদকান্দি প্রতিনিধি:

ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে ৫টা। পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য সারাদিন রোজা রেখে ইফতারের উদ্দেশ্যে বাড়ির রাস্তা ধরেছে নিম্ন আয়ের মানুষ। সেই রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের হাতে ইফতার তুলে দিয়েছেন দাউদকান্দির গৌরীপুরের ফিউচার আইসিটি স্কুলের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ মার্চ) উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর বাজার সংলগ্ন স্কুলের সামনে এভাবেই ইফতার বিতরন করতে দেখা যায়। আর ইফতার পেয়ে ছিন্নমূল শিশু ও পথচারীদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।

স্বাধীনতা দিবস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার বিতরণের পরিকল্পনা নেয় ফিউচার আইসিটি স্কুলের প্রতিষ্টাতা শফিউল বাসার সুমন । তিনি বলেন, বিতরণকৃত গুলো বিদ্যালয় এর শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করেছে। এতে ক্ষুদে শিক্ষার্থীদের মন বড় হবে। আজকের শিক্ষার্থীরা কোন একদিন বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে গর্ব করে বলতে পারবে, আমরাও স্কুলে লেখাপড়া করার সময় ছিন্নমূল অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমি মনে করি পাঠ্য পুস্তকের বাইরে এই নৈতিক শিক্ষা দরকার।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম তালুকদার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, সমাজ সেবক রোটাঃ কামাল আহমেদ, মুক্তি মেডিকেলের পরিচালক ডাঃ মোজাম্মেল হোসেন, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংবাদিক ওমর ফারুক মিয়াজী প্রমূখ।

আর পড়তে পারেন