শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণপ্রকল্পের ঘরে ফাটল, পড়ছে বৃষ্টির পানি !

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৮, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর রয়েছে ৯২টি । এর মধ্যে গৌরিপুর ও ইলিয়টগঞ্জ ইউনিয়নে ৪০টি ঘর হস্তান্তর করা হয়েছে।

এসব ঘর নিয়ে অনিয়মের তথ্য পাওয়া গেছে। হস্তান্তরের আগেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল ধরেছে। যে কোন সময় ফাটলের অংশ ধসে পড়তে পারে। এছাড়া হস্তান্তরের পর ঘরে বৃষ্টির পানি পড়ছে এমন অভিযোগও পাওয়া গেছে।

উপজেলার গৌরিপুর ইউনিয়নে রয়েছে ৩৯টি ঘর। এর মধ্যে কিছু ঘর হস্তান্তর হয়েছে। যে ঘরগুলো হস্তান্তর করা হয়েছে সেগুলোতে কক্ষের ভিতরে রং করে দেয়া হয়নি। নিজ নিজ উদ্যোগে সবাই রং করেছে। এছাড়া হস্তান্তরের অপেক্ষায় থাকা ঘরগুলোতেও ফাটল দেখা দিয়েছে।

উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা গ্রামে হস্তান্তর করা ঘরেও সামান্য বৃষ্টিতে মেঝেতে পানি পড়ার অভিযোগ করেছে বাসিন্দারা। এই ইউনিয়নের ভিকতলা গ্রামে রয়েছে ৮টা ঘর। ঘর নিয়ে অভিযোগ জানালেন বাসিন্দারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, আমরা যতটুকু শুনেছি একটি ঘরে ফাটল ধরেছে। বৃষ্টির কারণে রং করা হচ্ছে না। এ বিষয়টি তদন্ত করে দেখছি।

আর পড়তে পারেন