শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৭

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টার,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৮ মে) সকাল আটটায় মহাসড়কের শহিদনগর এলাকায় এ দূর্ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে দুলাল ব্যাপারী(৬২) ও ভবানীপুর গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৬৫)।

পুলিশ জানায়, শহিদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লোকাল মাইক্রোবাসকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাক ও মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে মাইক্রোবাসের যাত্রী দুলাল ব্যাপারী ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর সাত্তার মিয়া মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যান।
দুর্ঘটনায় ইশরাত(১৭), বাবু(৩০), রমজান(১৯), সোহাগ(২৫), মোজাম্মেল (৪০), পারভীন(৩৫) ও রাবেয়া(৩৫) আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলাচলকারী লোকাল মাইক্রোবাসের চালকদের অদক্ষতার কারনে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তায় দাড়ানো যাত্রীরা ইশারা করলেই যেখানে সেখানে ব্রেক করে মাইক্রোবাসের চালকরা। আজকের দুর্ঘটনাটি একারনেই হয়েছে। মাইক্রোবাস এবং ট্রাকটি একই গতিতে চলছিল, শহিদনগর স্কুলের সামনে যাত্রীর ইশারায় হঠাৎ মাইক্রোবাসটি ব্রেক করে, এতে পিছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ করতে না পেরে মাইক্রোবাসটিকে নিয়ে সড়কের পাশে নিচে পড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।

আর পড়তে পারেন